Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাতিয়াড়া ইউনিয়নের ইতিহাস
চান্দার বি্লের দক্ষিন পশ্চিম অঞ্চলের একটি অংশ কথিত আছে এখানে অনেক বৃক্ষরাজির সমারহ ছিল ,,,এবং চারিপাশে বনে বনে বিস্তৃত ছিল , এবং এখানে প্রচুর হাতির বসবাস ছিল। তাই এই পূর্ন ভুমির নাম করন করা হয় হাতিয়াড়া, প্রথমে এই অঞ্চলে মেৌলিক এবং বিশ্বাস বংশের পূর্বপুরুষেরা বসতি স্থাপন করেন, পয়ায়ক্রমে গ্রামটি অন্যান্য বংশের পূর্বপুরুশদের দ্বারা সংগঠিত হয়। সংগঠিত হয়ে বৃটিশ আমলে হাতিয়াড়া ইউনিয়ন নামে পরিচিতি লাভ করে। সর্বোশেষ এটা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন নাম পায় ,, যা শুধু হাতিয়াড়া গ্রাম নয় আরো কয়েকটি গ্রাম যেমন, পুইশুর, ভুলবাড়িয়া, রাহুথড় ও পাথরগ্রাম নিয়ে সংগঠিত। বর্তমানে ইউনিনটি শিক্ষায় ৯০% অগ্রগতিতে আছে।